গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ।ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো ।সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যে গুচ্ছ করা হয়েছে তার মানবন্টন এবং যোগ্যতা প্রকাশিত হয়েছে।কত নম্বর  উত্তর করতে হবে ।কোন বিষয়ে কত নম্বর থাকছে পরীক্ষার আসন কোথায় পড়বে।এছাড়াও পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা।

অনেক প্রশ্ন তোমাদের মধ্যে জমা হয়েছে।তোমাদের এইসব প্রশ্নের উত্তর দেবো আজ এই পোস্টের মাধ্যমে।তাই গুচ্ছ প্রশ্নের বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তোমাকে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।প্রথমেই জেনে নেব তুমি যদি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো।তাহলে তোমাকে কোন বিষয়গুলো থেকে উত্তর করতে হবে এবং কোন বিষয়ে কত নম্বর থাকছে।

মানবন্টন

  • পদার্থবিজ্ঞান =২০
  • রসায়ন =২০
  • বাংলা =১০
  • ইংরেজিতে= ১০
  • জীববিজ্ঞান /গণিত/আইসিটি =৪০
  • এই তিনটি বিষয় থেকে তোমাদের যেকোনো দুটি বিষয়ে উত্তর করতে হবে।
  • প্রতিটি বিষয় নম্বর থাকছে ২০
  • মোট ১০০ নম্বর।

তুমি যদি Commerce এর ছাত্র হয়ে থাকো

  • অ্যাকাউন্টিং = ২৫
  • বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট = ২৫ আইসিটি = ২৫
  • বাংলা=১৩
  • ইংরেজি থেকে ১২
  • মোট ১০০ নম্বর।

তুমি যদি মানবিক বিভাগ/Arts এর ছাত্র হয়ে থাকো

  • বাংলায় =৪০
  • ইংরেজিতে= ৩৫
  • আইসিটিতে = ২৫
  • সবশেষে বোঝা যাচ্ছে Science/Commerce/Arts
  • প্রতিটি বিভাগের জন্য বাংলা ইংরেজি আইসিটি সাবজেক্ট সংযুক্ত রয়েছে।
  • বাংলা ইংরেজি এ দুটি সাবজেক্ট আগে থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সংযুক্ত থাকলেও এইবার কিন্তু সাধারণ জ্ঞানের পরিবর্তে আইসিটি সাবজেক্টে সংযুক্ত করা হয়েছে। এর কারণে অনেক ছাত্র-ছাত্রী আইসিটি বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছো কারণ আইসিটি সাবজেক্টটি ভর্তি পরীক্ষায় আগে সংযুক্ত ছিল না।

গুচ্ছ পরীক্ষার বিভাগ পরিবর্তন।

তোমাদের অনেকের মনেই কৌতুহল থাকে তুমি এক বিভাগের স্টুডেন্ট হয়েঅন্য বিভাগে পরীক্ষা দিতে পারবে কিনা ,বিভাগ পরিবর্তনের কোন ধরনের সুযোগ দেয়া যাবে না।তোমাদের নিজের গ্রুপে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হবে।

জিপিএ যোগ্যতা।এবার জেনে নেয়া যাক, কোন গ্রুপ থেকে গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কত যোগ্যতা চাওয়া হয়েছে জিপিএ।তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাহলে তোমার Hsc&Ssc তবে ৭ পয়েন্ট থাকতে হবে,উইদাউট ফুড সাবজেক্ট।বাণিজ্য বিভাগ থেকে অংশগ্রহণ করতে চাইলে,এইচএসসি এবং এসএসসিতে টোটাল ৬.৫০. থাকতে হবে।এবং মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তোমাদের এইচএসসি এবং এসএসসিতে ৬ পয়েন্ট থাকতে হবে।

এখন প্রশ্ন হচ্ছেগুচ্ছ পরীক্ষা কবে হবে?এবং কোথায় পরীক্ষা হবে?আমাদের ধারণা থেকে বলছি ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হবে।সম্ভবত পরীক্ষা কেন্দ্র: ১৯ টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।তবে তোমরা আবেদনের সময় সিলেক্ট করতে পারবে তোমরা কোন জায়গায় পরীক্ষা দিতে চাও।ধরো তুমি যদি সিলেট অবস্থান করে থাকো তাহলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লয়ে আসন পড়বে। তুমি যদি ঢাকায় অবস্থান করে থাকো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন পড়বে।কারন এত শিক্ষার্থী মাত্র কয়েকটা সেন্টারে পরীক্ষা দেওয়া খুব কষ্টকর হয়ে যাবে।তোমাদের সুবিধার জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি। তিন গ্রুপের পরীক্ষার ৩ দিন অনুষ্ঠিত হবে। সাইন্সের একদিন,কমার্সের একদিন,আর্টসের একদিন।এইবার জেনে নেয়া যাক

এসএসসি ও এইচএসসি জিপিএ যুক্ত হবে কিনা

এ বিষয়ে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন এটি সম্পূর্ণ ঐ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার । এখানে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিবে তারা কোন জায়গায় কোন বিষয় নিয়ে কাজ করবে।তোমরা অনেকে জানতে চেয়েছিলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা ?সুবিধার জন্য জানিয়ে রাখি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষেধ।

এই ছিল আজকের গুচ্ছ পরীক্ষার  বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। বিভিন্ন ধরনের পরীক্ষা এবং গুচ্ছ পরীক্ষা সব ধরনের আপডেট পেতে চাইলে আমাদের ওয়েব সাইটে আপনারা নিয়মিত ভিজিট করুন।এবং আমাদের সাথেই থাকুন।

 

 

 

Leave a Comment