ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও সার্কুলার ২০২২-২৩ PDF

২০২২-২৩ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু রয়েছে, তাদের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে। জিএসটি (GST) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির ব্যবস্থা করেছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর যাবতীয় তথ্য আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। আপনারা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াতে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা যে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে তা বিস্তারিত পড়ুন। তাহলে আপনারা ভর্তি বিষয়ক বিস্তারিত ধারনা পাবেন। তারপরও যদি কোন ধরনের সমস্যা মনে করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ১৯৭৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন শেখ আব্দুস সালাম। শিক্ষাপ্রতিষ্ঠানটি ইবি নামেও পরিচিত।

জিএসটি কর্তৃক প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে একজন শিক্ষার্থী তার এইচএসসি বা সমমান পরীক্ষার বিভাগ অনুযায়ী একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ধরা যাক একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছিল তার বিভাগ অনুযায়ী সেই শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

প্রাথমিক আবেদন শুরু হবে এপ্রিলের ১ তারিখ থেকে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত। প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হবে এপ্রিল মাসের ২৩ তারিখে। তারপরে শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদনের জন্য একটি নির্ধারিত সময়ে পাবে। এপ্রিলে ২৪ তারিখ থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। পরবর্তীতে তারা জুনের ১ থেকে ১০ তারিখ এর ভেতরে অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে।

এখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

শিক্ষার্থীদের যে পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেঃ-
শিক্ষার্থীদের ২ টি ধাপে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। আর সেই অনুযায়ী শিক্ষার্থীকে দুইভাবে আবেদন করতে হবে। একটি হলো প্রাথমিক আবেদন। অন্যটি হলো চূড়ান্ত আবেদন। চূড়ান্ত আবেদন এ একজন শিক্ষার্থীকে তার প্রাথমিক আবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে।

যারা ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেঃ-
যে সকল শিক্ষার্থী ২০১৬ থেকে ২০১৮ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং উর্ত্তীন্ন হয়েছিল এবং ২০১৯ ও ২০২০ সালে যে সকল শিক্ষার্থী এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছিল তারা ভর্তির জন্য প্রাথমিকভাবে আবেদন করতে পারবে।

তা ছাড়াও যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারাও আবেদন করতে পারবে। মানবিক বিভাগের, বাণিজ্য বিভাগের এবং বিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে এ, বি ও সি ইউনিটে আবেদন করতে পারবে।

ইউনিট ভিত্তিক ধারণা এবং আবেদনের যোগ্যতাঃ-
এ ইউনিট এ মানবিক বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই বিভাগে আবেদনের জন্য ৩.৫০ পেতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে সর্ব মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তাহলে একজন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারবে।

বি ইউনিটের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রেও এসএসসি এবং এইচএসসি মিলে সর্ব মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তাছাড়া যারা ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা এবং ডিপ্লোমা-ইন-কমার্স এ পড়াশোনা করেছেন তারাও বাণিজ্য শাখায় আবেদনের জন্য প্রাথমিকভাবে মনোনীত হবেন।

সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে। আর এইচ এসসি এবং এসএসসি মিলিয়ে সর্বমোট ৮.০০ থাকলেই আবেদন করতে পারবে।

যেভাবে প্রাথমিক আবেদনে একজন শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেঃ-
প্রাথমিকভাবে যে সকল শিক্ষার্থী আবেদন করবে তাদের এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে একটি মেধাক্রম তৈরি করা হবে। এই মেধাক্রম অনুসারে একজন শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবে।

প্রতিটা ইউনিটের সর্বোচ্চ ১৫০০০০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের চূড়ান্ত আবেদন করতে হবে। আর এক্ষেত্রে যদি কোন ধরনের ভুল-ভ্রান্তি হয় তাহলে পরবর্তী মেধাক্রম হতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের সুযোগ দিয়ে দেওয়া হবে।

চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে ইউনিটভিত্তিক আবেদন ফি ৫০০ টাকা যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

শিক্ষার্থীদের আসন বিন্যাস

চূড়ান্ত আবেদনের পর যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য শিক্ষার্থীদের এখন আসন বিন্যাস নির্ধারিত করতে হবে। চূড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীরা ৩১ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রকে পছন্দের তালিকায় রাখতে পারবে। এক্ষেত্রে কিছু নির্ণায়ক এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে। আর সেগুলো হলো স্কুল কলেজের অবস্থান, প্রাপ্ত নাম্বার, পাশের বছর ছেলে মেয়ের বিবেচনা করে পরীক্ষার কেন্দ্র গুলো নির্বাচন করা হবে। এক্ষেত্রে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

চূড়ান্ত নির্ধারণের মাধ্যমে যে আসনগুলো ঠিক করা হবে সেই আসনে একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিচে ভর্তি পরীক্ষায় যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে তা উল্লেখ করা হলোঃ-

এ ইউনিটে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ের উপর প্রশ্ন করা হবে।
বি ইউনিটে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের উপর প্রশ্ন করা হবে।
সি ইউনিটে পদার্থবিদ্যা, রসায়ন, বাংলা, ইংরেজি বিষয়ে প্রশ্ন করা হবে। তবে এখানে একটি অধিক অপশন থাকবে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী নির্ধারিত বিষয়ের উপরে পরীক্ষা দিতে পারবে।

এ ইউনিটের চূড়ান্ত পরীক্ষার নির্ধারিত সময়: ১৯-০৬-২০২৩।
বি ইউনিটের চূড়ান্ত পরীক্ষার নির্ধারিত সময়:২৬-০৬-২০২৩।
সি ইউনিটের চূড়ান্ত পরীক্ষার নির্ধারিত সময়:০৩-০৭-২০২৩।

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর সকল ধরনের তথ্যের হালনাগাদ পেতে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র দেখুন।

Leave a Comment