শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও সার্কুলার ২০২২-২৩ PDF

যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করতে চান, তারা আমাদের ওয়েবসাইটে দেওয়া তথ্যগুলো নিয়ে আবেদন করতে পারেন। আমাদের ওয়েবসাইটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর যাবতীয় গুরুত্বপূর্ন তথ্য দেওয়া আছে।

প্রাথমিক আবেদন থেকে শুরু করে চূড়ান্ত আবেদনের দিকনির্দেশনা, সময়, আসনবিন্যাস, ফলাফল যাবতীয় আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন।

আপনারা সকলে অবগত আছেন যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতিতে একটি পরিবর্তন আনা হয়েছে। এই শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী একটি আবেদনের মাধ্যমে তার ফলাফল অনুযায়ী একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পাবে।

তাই একজন শিক্ষার্থীকে ভালোভাবে একটি ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্ট পেতে অবশ্যই তার মেধা এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে এই বছর।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির যাবতীয় দিকনির্দেশিকা এবং ভর্তি বিজ্ঞপ্তিঃ-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৮৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানটির নীতিবাক্য “অর্জন, চর্চা, সৃষ্টি”। শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেট বিভাগের সিলেট শহরে অবস্থিত। অনেকেই একে শাবিপ্রবি বা সাস্ট নামে চেনে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের দুইটি পদ্ধতিতে আবেদন করতে হবে। একটি পদ্ধতি হল প্রাথমিক আবেদন এবং অন্য পদ্ধতি হলো চূড়ান্ত আবেদন। প্রাথমিক আবেদনের পরে একজন শিক্ষার্থীর মেধাক্রমের মাধ্যমে চূড়ান্ত আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে।

গুরুত্বপূর্ণ তথ্যঃ-
১)প্রাথমিক আবেদনের তারিখ এপ্রিলের ১ তারিখ থেকে এপ্রিলের ১৫।
২)প্রাথমিক আবেদনের ফল প্রকাশ হবে এপ্রিলের ২৩ তারিখ।
৩)চূড়ান্ত আবেদন শুরু হবে এপ্রিলের ২৪ তারিখ থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত।
৪)চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ জুন মাসের ১ তারিখ হতে জুন মাসের ১০ তারিখ পর্যন্ত।

প্রাথমিকভাবে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেনঃ-
প্রাথমিকভাবে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন তাদের মধ্যে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে যারা এসএসসি অর্থাৎ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে সকল শিক্ষার্থী।

আর এইচএসসির ক্ষেত্রে ২০১৯ এবং ২০২০ সালে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সাধারণ, ভোকেশনাল, ডিপ্লোমা সকল ধরনের ছাত্র-ছাত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করার যোগ্যতা রাখে।

কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেনঃ-
যেহেতু গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে সেহেতু তিনটি ইউনিটে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ইউনিট। এই বিভাগে আবেদন করতে হলে চতুর্থ বিষয় সহ ৩.৫ পেতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অর্থাৎ উভয় পরীক্ষায় সর্বমোট ৭.০০ পেলেই একজন শিক্ষার্থী এ ইউনিটে আবেদন করতে পারবে।

বি ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই বিভাগে আবেদনের জন্য সর্বনিম্ন চতুর্থ বিষয় সহ ৩.৫০ পাওয়ার পাশাপাশি উভয় পরীক্ষায় সর্বমোট ৭.৫ পেতে হবে।

সি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ বিভাগে চতুর্থ বিষয় সহ সর্বনিম্ন ৩.৫০ জিপিএ থাকতে হবে। আর এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সর্বমোট জিপিএ ৮.০০ থাকলে একজন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারবে। সি ইউনিটের এক্ষেত্রে শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখারসহ ভোকেশনাল এবং মাদ্রাসা বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীর বিজ্ঞান বিভাগে পাস করে এসেছে তারাও আবেদন করতে পারবে।

এখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

প্রাথমিক আবেদনে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য নির্ধারিত হবেনঃ-
প্রাথমিকভাবে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করবেন তাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি ইউনিটের চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থীরা নির্বাচিত হবে।

যে সকল শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন তাদের অবশ্যই ২৪ এপ্রিল হতে ২০ শে মে এর মধ্যে অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) এর মাধ্যমে টাকা প্রদান করে আবেদন করতে হবে।

চূড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীদের জন্য ৩১টি পরীক্ষা কেন্দ্রের একটি তালিকা আসবে। তার মধ্যে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে পারে। এর মাধ্যমে একজন শিক্ষার্থীদের সুবিধার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবে।

এখন এই পাঁচটি কেন্দ্রের মধ্যে শিক্ষার্থীরা কোন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তা বিবেচনা করা হবে কয়েকটি বিষয়ে ভিত্তিতে। আর তা হলো একজন শিক্ষার্থীর স্কুল-কলেজ হতে তার, কেন্দ্রের অবস্থান এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত নম্বর, কত সালে শিক্ষার্থী পাস করেছে, শিক্ষার্থীদের ছেলে না মেয়ে তার উপরে নির্ভর করবে।

নির্ণায়ক এর মাধ্যমে শিক্ষার্থীদের স্কোর প্রদান করা হবে। প্রাপ্ত স্কোর এবং কেন্দ্রের পছন্দক্রমের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হবে। তবে এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

যে সকল শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা নির্ধারিত পরীক্ষাকেন্দ্র অংশগ্রহণ করবে। প্রতিটি ইউনিটে ১ ঘন্টা ৩০ মিনিট এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রতিটি ইউনিটে ১০০ মার্কের পরীক্ষা নেয়া হবে। নিচে বিষয়ভিত্তিক মানবন্টন দেয়া হলঃ-

এ ইউনিটের জন্য নির্ধারিত বিষয়সমূহ বাংলা, ইংরেজি, আইসিটি।
বি ইউনিটের নির্ধারিত বিষয়সমূহ হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা, ইংরেজি, আইসিটি।
সি ইউনিটের নির্ধারিত বিষয়সমূহ পদার্থবিদ্যা, রসায়ন, বাংলা, ইংরেজি। সি ইউনিটের পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা এক্ষেত্রে তাদের পছন্দের বিষয় অনুযায়ী তাদের বিষয় নির্ধারণ করতে হবে।

চূড়ান্ত আবেদনের যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখঃ-
সকল ইউনিটের পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১টা ৩০ পর্যন্ত নেয়া হবে।
এ ইউনিট এর পরীক্ষা হবে ১৯-০৬-২০২১।
ইউনিট বি য়ের পরীক্ষা হবে ২৬-০৬-২০২১।
সি ইউনিটের পরীক্ষা হবে ০৩-০৭-২০২১।

Leave a Comment